নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শতশত মানুষ। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। করোনা রোগীদের চিকিৎসায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন চিকিৎসকরা। বাংলাদেশে প্রতিদিনই করোনায় চিকিৎসক আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
এবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ স্বাস্থ্যকর্মী। এ নিয়ে হাসপাতালে আতঙ্ক তৈরি হয়েছে কর্মরতদের মধ্যে। আক্রান্তদের সংস্পর্শে আসায় বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৮ জন চিকিৎসক, ১৬ জন নার্স, দুই জন ওয়ার্ড মাস্টার ও চারজন হাসপাতালের কর্মী রয়েছেন।
হৃদরোগ চিকিৎসার বিশেষায়িত এ হাসপাতালে সম্প্রতি চিকিৎসা নেয়া প্রায় ১০ জন রোগীর করোনা শনাক্ত হয়। তাদের মাধ্যমে হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।