সান নিউজ ডেস্ক : ২০২১-২০২২ অর্থবছরের বাজেট আলোচনায় সংসদে উপস্থিত না থাকা এবং টাকা পাচারকারীদের তালিকা চাওয়া নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনা হয়েছে।
বুধবার (১৬ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান এ সমালোচনা করেছেন।
পীর ফজলুর রহমান বলেন, আমরা বাজেটের ওপর বক্তৃতা দিচ্ছি। কিন্তু অর্থমন্ত্রীকে গতকালও (মঙ্গলবার) সংসদে পাইনি। আজও (বুধবার) নেই। অর্থমন্ত্রী বলেছেন, কারা দেশ থেকে অর্থ পাচার করছে তিনি তা জানেন না। তিনি সংসদ সদস্যদের কাছে তালিকা চেয়েছেন। সংসদ সদস্যরা তালিকা কীভাবে দেবে? তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি তালিকা নেবেন কারা অর্থ পাচার করে। পি কে হালদার টাকা নিয়ে বিদেশে গিয়ে ঘুমায়, তার বান্ধবীদের এখানে ঘুম পাড়ান। এটা তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম পি কে হালদারদের মতো লোকরা যেন অর্থ নিয়ে বাইরে যেতে না পারে। অর্থমন্ত্রী আর্থিক খাতের একজন মেধাবী মানুষ। তিনি তো ভালো জানেন কারা অর্থ পাচার করে।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী বললেন স্বাস্থ্যের টাকা নয়, কানাডায় গেছে অন্য খাতের টাকা। দুদক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১১টি দুর্নীতির খাত চিহ্নিত করেছে। ২০১৭-১৮ অর্থবছরে কমপক্ষে ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে স্বাস্থ্য খাতের যন্ত্রপাতি কেনায়। স্বাস্থ্যমন্ত্রী সাফাই না গেয়ে যারা দুর্নীতি করছে, তাদের ধরেন। করোনাকালে এসে অন্তত বিবেক জাগ্রত হোক। এই দুর্নীতিবাজদের ধরেন। মানুষের চিকিৎসার নিশ্চয়তা দেন। টিকা নিয়ে আমরা কোনো কথা শুনতে চাই না। টিকা নিশ্চিত করতে হবে।