সান নিউজ ডেস্ক:
করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দোকানপাট ও শপিংমল। এমন পরিস্থিতিতে চলে এসেছে রমজান মাস। এসময়ও বন্ধ রয়েছে ইফতার সামগ্রী বেচাকেনা। এতে বিপাকে পড়েছে মৌসুমী ব্যবসায়ী ও রেস্তোরার মালিকরা।
এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকার প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো আগামীকাল (২৮ এপ্রিল) থেকে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে। তবে তার জন্য শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে মালিকদের।
আজ (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়।
নতুন এ নির্দেশনায় বলা হয়েছে,সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টগুলোতে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে। তবে রেস্টুরেন্টে বসে কেউ ইফতার করতে পারবেন না।
তবে রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রি করতে পারলেও ফুটপাতেও কোনো দোকান বসতে পারবে না।