নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার আলহেরা জামে মসজিদের চার তলার ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আল-আমিন (২০)। শুক্রবার (১১ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
আল-আমিন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের খোকন মিয়ার ছেলে।
মুগদা মান্ডার ৫৬৪ নং ফারুক ভিলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে আলামিন ছিল বড়।
মৃতের বাবা মো. খোকন জানান, দুপুরে জুম্মার নামাজ পড়তে আলহেরা মসজিদে যায় আল আমিন। সেখানে নামাজ শেষে তার সঙ্গে থাকা কয়েকজন মিলে মসজিদের চার তলার ছাদে যায় ঘুরতে। পরে অসাবধানতাবশত চার তলার ছাদ থেকে সে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে ওই মসজিদের ইমামসহ অন্যরা তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আরো জানান, আল আমিনের আগে থেকেই মাথায় একটু সমস্যা ছিল। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেত। আগে মাদ্রাসায় লেখাপড়া করলেও বর্তমানে সে লেখাপড়া করতো না।
আল আমিন মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ শেষে নামাজে ব্যবহৃত কার্পেট উঠিয়ে গুছিয়ে রাখত। সে সবার শেষে মসজিদ থেকে বের হতো বলেও তিনি জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সান নিউজ/আরআই