নিজস্ব প্রতিবেদক: ঢামেকে দিনভর র্যাবের অভিযানের পর হাসপাতাল কর্তৃপক্ষেরঅভিযানে আরও পাঁচ নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে তাদের আটক করে শাহবাগ থানায় দেয়া হয়।
এর আগে র্যাব হাসপাতাল চত্বর থেকে ২৪ জন দালালকে আটক করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
আটক নারীরা হচ্ছেন, শাহনাজ আক্তার (৩১), তাসলিমা বেগম (৪০), তাসলিমা আক্তার (৩০), ইয়াসমিন আক্তার (৩০) ও সাথী আক্তার (৩০) ।
শাহবাগ থানার উপপরিদর্শক এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ নারী দালালকে আটক করে আমাদের কাছে দিয়েছে। তিনি বলেন, হাসপাতালের পক্ষ থেকে মামলা করবে বলেও জানানো হয়েছে।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, হাসপাতালকে দালালমুক্ত করতে ও হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/আরআই