শনিবার, ১২ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ১০ জুন ২০২১ ১২:১০
সর্বশেষ আপডেট ১ জুলাই ২০২১ ১৫:০৬

দগ্ধ তিন পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার আশুলিয়ায় পৃথক দুর্ঘটনায় দগ্ধ হয়ে তিন পোশাক শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, গত ৩ জুন সন্ধ্যায় আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এসডিএস ইয়ার্ন ডায়িং নামের কারখানার বয়লারের গরম পানিতে দগ্ধ হন হাসান, রাশেদুল, আনোয়ার ও ওয়াসিম নামে চার শ্রমিক। গুরুত্বর আহতাবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়। এর মধ্যে মঙ্গলবার (৮ জুন) রাতে হাসান ও বুধবার (৯ জুন) রাতে রাশেদুলের মৃত্যু হয়। তবে অন্য দুজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

এর আগে গত ৩১ মে আশুলিয়ার কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে টয়লেটের গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের তিন জনসহ মোট ছয়জন দগ্ধ হয়। তাদের মধ্যে চারজনকে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ৯ জুন রাতে ফিরোজা নামে এক নারী মারা যান।

বয়লারের পানিতে দগ্ধ হয়ে নিহত রাশেদুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া থানার সতদা গ্রামের আব্দুল খালেকের ছেলে ও হাসান আলী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হযরত আলীর ছেলে। তারা উভয়ই আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর ঘটনায় নিহত ফিরোজা বেগম আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সেই ঘটনায় একই পরিবারের চার জনসহ দগ্ধ ছয় জনকে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। বুধবার রাতে আফরোজা নামে এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা