নিজস্ব প্রতিবেদক: সরকার চীনের সিনোফার্মার পাশাপাশি সিনোভ্যাকের করোনাভাইরাসের টিকা আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (৯ জুন) রাতে পররাষ্ট্র সচিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোভিড টিকা আনার ব্যাপারে শিগগিরই সিনোভ্যাকের সঙ্গে আলোচনা শুরু করব।
মাসুদ বিন মোমেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে। বাংলাদেশও জরুরিভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে। সিনোভ্যাকের টিকা আনতে আমরা এ সপ্তাহেই তাদের সঙ্গে আলোচনা শুরু করব।
তিনি বলেন, আশার করছি ১৩ জুন চীনের ৬ লাখ টিকা আসবে। টিকা আনতে রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে।