নিজস্ব প্রতিবেদক : মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (৮ জুন) ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (৭ জুন) রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত ও অস্ট্রিয়ার ইউরোপ ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন নিজ নিজ দেশের পক্ষে বিমান পরিষেবা চুক্তিতে চুক্তি (এএসএ) স্বাক্ষর করেন।
এতে বলা হয়, বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এএসএ চুক্তি কেবল দুটি দেশের বিমান চালনা ব্যবসাই উৎসাহিত করবে না, দুই দেশের ব্যবসায়ী ও জনগণের মধ্যে যোগাযোগ, বন্ধুত্বের ক্ষেত্রও তৈরি করবে।
আশা করা যায়, এই চুক্তি ভিয়েনাকে বাংলাদেশ ও এ অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য তার ভৌগোলিক অবস্থানের জন্য স্ক্যান্ডিনেভিয়াসহ মধ্য, পূর্ব ও উত্তর ইউরোপীয় দেশগুলোর একটি আঞ্চলিক কেন্দ্র হিসাবে রূপান্তরিত করতে সহায়তা করবে।
বাংলাদেশ দূতাবাস বলছে, উভয় দেশই প্রত্যাশা করে যে, এই চুক্তি অদূর ভবিষ্যতে ঢাকা ও ভিয়েনার মধ্যে সরাসরি যাত্রী ও কার্গো ফ্লাইট চালুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে|। একই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যবসার সুযোগগুলো প্রসারিত করবে।
সান নিউজ/এমএইচ/এম