যুক্তরাষ্ট্র নিজেদের মজুতে থাকা কোভিড-১৯ টিকা থেকে বাংলাদেশকে দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রোববার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান মন্ত্রী। তবে যুক্তরাষ্ট্র কী পরিমাণ টিকা দেবে এবং কবে নাগাদ দেবে তা স্পষ্ট করেননি মোমেন।
সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, একটা ভালো সংবাদ আছে, যুক্তরাষ্ট্র আমাদের করোনাভাইরাসের টিকা দেবে। তবে এখনো সঠিক পরিমাণ জানি না।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দিয়ে বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে টিকাদান কার্যক্রম শুরু করে। কিন্তু দুই চালানের পর আর দিতে পারেনি এই টিকা উৎপাদনকারী ভারতের সেরাম ইনস্টিটিউট।
ফলে সরকার নতুন করে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেয়। যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজও দেওয়া যায়নি।
এই পরিস্থিতিতে সরকার চীন ও রুশ টিকা আনার তোড়জোড় শুরু করলেও যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের জন্য ওই টিকার বিকল্প নেই।
ভারত রপ্তানির নিষেধাজ্ঞা না তোলায় যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি অতিরিক্ত ডোজ থেকে কিছু টিকা পাঠাতে দেশটির প্রতি আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ।
চলমান কূটনৈতিক ও প্রবাসী বাংলাদেশিদের তৎপরতায় এই কাজে সফল হওয়ার খবর রোববার দিলেন মোমেন।