সাননিউজ ডেস্ক: রাশিয়া থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা সংগ্রহের বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন সে দেশের রাষ্ট্রদূত আলেকজান্দার ইগনাটভ।
রবিবার (৬ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর আলেকজান্দার ইগনাটভ সাংবাদিকদের একথা বলেন।
বাংলাদেশে যৌথ উৎপাদনের বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে এবং এটি একটি জটিল বিষয়।’
উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের জন্য আলোচনা করছে বাংলাদেশ।
সাননিউজ/এএসএম