ঢামেক প্রতিনিধি : রাজধানীর মতিঝিল থানাধীন দক্ষিণ কমলাপুরে পারিবারিক কলহে আকলিমা আক্তার (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
বুধবার (২ জুন) ভোর সাড়ে পাঁচটার এ ঘটনাটি ঘটে।সত্যতা নিশ্চিত করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই সুজন চন্দ্র রায়।
তিনি বলেন, পারিবারিক কলহে সবার অগোচরে নিজ বাসার চার তালার বারান্দার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরে স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন যতটুকু জানতে পেরেছি তাদের পারিবারিক গ্যাস বিলের টাকা মৃতার স্বামী একাকী পরিশোধ করায়। তাদের পরিবারের ভাই-বোনরা পরিশোধ না করায়।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
নিহতের ভাগ্নে প্রান্ত জানান, মামা ও মামির সঙ্গে পারিবারিক যে কোন বিষয় নিয়ে কোনো ঝগড়া হয়েছিল।
সে কারণে ভোররাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়েছে।পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতা মতিঝিলের ৮৪/৩ দক্ষিণ কমলাপুরেরে স্থায়ী বাসিন্দা নাজমুল হোসেনের স্ত্রী। দুই কন্যা সন্তানের জননী ছিলেন তিনি। চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সান নিউজ/এম