নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় মা-মেয়েকে বর্বর নির্যাতনের ঘটনায় বহুল আলোচিত তুফান সরকারের করা আপিল আবেদন খারিজ করে দেয়া হয়েছে। দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবেন না, হাইকোর্টেরে এমন আদেশের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল।
বুধবার (২ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। জামিন না হওয়ায় কারাগারেই থাকতে হচ্ছে তুফান সরকারকে।
চলতি বছরের ১ এপ্রিল এক বেঞ্চে জামিনের রুল বিচারাধীন থাকে। এর পরও অপর একটি বেঞ্চে আবেদন করায় বগুড়ার বহুল আলোচিত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ছয় মাস দেশের কোনো আদালতে জামিন আবেদন করতে পারবেন না মর্মে আদেশ দেন। সেই আদেশের বিরুদ্ধে আজ আপিল করেছিলেন তুফান।
তুফানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।
সাননিউজ/এনএম