নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকা পড়া আরও ১৭১ ব্রিটিশ নাগরিক বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এটি যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা ছাড়ার তৃতীয় ফ্লাইট।
ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।
দূতাবাসের এই কর্মকর্তা জানান, শনিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার পর যুক্তরাজ্যের ১৭১ নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।
এ নিয়ে তিনটি ফ্লাইটে মোট ৬১২জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। আগামীকালও একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের নাগরিকদের একটি দল ঢাকা ছাড়বে।
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। এরপর দেশটি গত ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফেরায়।