নিজস্ব প্রতিবেদক: ‘পিকআপ ভ্যানে চাবি লাগানো ছিল। ৩ বছরের পুত্র মহিনকে গাড়িতে বসিয়ে পাশেই পুরি আনতে যান চালক বাবা মামুন। এ সময় শিশু গাড়ির চাবি নাড়ানাড়ি করতে থাকে। এক পর্যায়ে গাড়ি চালু হয়ে যায়। গাড়ি পেছনের দিকে যেতে শুরু করে এবং আম বিক্রেতাকে ধাক্কা দেয়। হাসপাতালে তার মৃত্যু হয়।’
শিশুর ফুপু মুক্তা বেগম ঘটনার এমন বর্ণনা দিয়েছেন। তিনি পিকআপ ভ্যানেই বসা ছিলেন।
তবে নিহতের শ্যালক জানান, তার ভগ্নিপতি ফুটপাতে আমের ব্যবসা করেন। তিনি আম নিয়ে বসে ছিলেন। সে সময় একই এলাকার বাসিন্দা মামুন তার পিকআপ দিয়ে পেছনের দিকে বসে থাকা ভগ্নিপতিকে চাপা দেয়।
মিরপুর থানাধীন মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকায় রোববার (৩০মে) রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম নুরু মিয়া (৫০)।
নিহতের মেয়ে শারমিন জানান, রাতে তার বাবা বউবাজার ফল বিক্রি করছিলেন। এসময় পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নেওয়া হয়। রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।