নিজস্ব প্রতিবেদক: ঢাকায় রোববার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। দেশের বিভিন্ন স্থানেও হয়েছে বজ্রসহ বৃষ্টি। এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস নদীবন্দরে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়েছে। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, সিলেট বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।
সোমবার (৩১ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এদিকে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা কুষ্টিয়া বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।