নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৬৫) বছর। পরনে ছিল প্রিন্টের ছাপা শাড়ি।
রোববার (৩০) বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় চালক ও পথচারীরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক এসআই জহিরুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় চালক সিদ্দিকুর রহমানকে ঢামেক হাসপাতাল থেকে আটক ও (উবার) প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।
উদ্ধারকারী প্রত্যক্ষদর্শী ওই প্রাইভেট কারের যাত্রী হাফসা হক জানিয়েছেন, তিনি উবার অ্যাপস এর মাধ্যমে ভাড়া করে সচিবালয়ের সামনে থেকে গাড়িতে ওঠেন। প্রাইভেটকারটি শিক্ষা ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। তখন চালক গাড়ি থামাতে থামাতে ওই মহিলা গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে চালকসহ আমরাই তাকে হাসপাতালে নিয়ে আসি।
সান নিউজ/আরআই