নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনার চার দিনের সফরে ঢাকায় আসছেন আজ। রোববার (৩০ মে) জাতিসংঘের শরণার্থী সংস্থার পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক হাইকমিশনার গিলিয়ান ট্রিগস চার দিনের সফরে ঢাকায় আসছেন।
সফরে তারা সোমবার ভাসানচর দেখতে যাবেন। রোহিঙ্গাদের ভাসানচরের সরিয়ে নেয়ার পর ইউএনএইচসিআরের সদর দফতরের কোনো প্রতিনিধিদের এটাই প্রথম ভাসানচর সফর।
জানা গেছে, বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের শরণার্থী সংস্থার ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ভাসানচরের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও ঘুরে দেখবেন। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরে বাংলাদেশের কর্মকর্তা এবং দেশি-বিদেশি অংশীজনের সঙ্গে আলোচনা করবেন।
সান নিউজ/এসএম/বিএস