বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউএফএও।
এফএও মহাপরিচালক বলেন, বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০ জনবহুল দেশের একটি। এরপরও ১৬৫ মিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাদের সমাধানগুলো সাশ্রয়ী এবং বাস্তবায়ন সহজ।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এফএও’তে স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে চু ডংইউএফএও এ কথা বলেন।
ইতালির বাংলাদেশ দূতাবাস শনিবার (২৯ মে) এ তথ্য জানায়।
রাষ্ট্রদূত আহসান এফএও এর স্থায়ী প্রতিনিধি হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য এবং বাংলাদেশের অর্জন সর্ম্পকে তার উচ্চ ধারণার জন্য ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত এফএও-কে, আরও দক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিচালকের গতিশীল নেতৃত্বের প্রতিপূর্ণ সমর্থনের আশ্বাস দেন। ৪০ বছরের অধিক সময়ে বাংলাদেশের খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণে, খাদ্য নিরাপত্তা, কৃষি পরিবেশ, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির লক্ষ্যে এবং বিশেষ করে করোনা মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় এফএও-এর প্রশংসনীয় ভূমিকার কথা স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন। রাষ্ট্রদূত পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের কৃষিখাতের রূপান্তরিত পরিকল্পনায় এফএও-এর সক্রিয় সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।