খুলনা প্রতিনিধি:
করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
খুলনার জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন জানান, ডা. মাসুদ গত শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর গত রোববার তাকে খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) ভর্তি করা হয়।
কিন্তু বৃহস্পতিবার তার অবস্থার অবনতি ঘটে। সে কারণে সকালে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করার অনুরোধ জানায়।
তিনি ঢাকায় যোগাযোগ করে হেলিকপ্টারের ব্যবস্থা করেন। রাত সোয়া ৯টার দিকে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, এর আগে করোনায় আক্রান্ত খুলনা মেডিকেলের অপর ২ জন চিকিৎসক ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সান নিউজ/সালি