নিজস্ব প্রতিবেদক:
সিয়াম সাধনা ও সংযমের মাস রমজান সমাগত।
বিশ্ব করোনা পরিস্থিতির মধ্যে বিশ্ব মুনলিম উম্মাহ এবার ভিন্ন এক পরিবেশে রমজান পালন করতে যাচ্ছে।
সৌদি আরবে আজ ২৪ এপ্রিল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান। এর সঙ্গে মিল রেখে শুক্রবার থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় পবিত্র মাহে রমজান পালন করা হবে।
জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফ, পটিয়ার এলাহাবাদ দরবার শরীফ, শরীয়তপুরের শুরেশ্বরী দরবার শরীফ, পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ ও চাঁদপুরের সাদ্রা দরবার শরিফ, এই ছয় দরবারের অনুসারীরা বহুদিনের রেওয়াজ অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছে।
তারই ধারাবাহিকতায় এসব জায়গায় শুক্রবার ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু হবে।
শুক্রবার থেকে দেশের যেসব জায়গায় রোজার আনুষ্ঠানিকতা শুরু:
১. দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও উত্তর চট্টগ্রামের প্রায় ৫০ গ্রাম।
২. পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ২৮ গ্রাম।
৩. দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোল উপজেলার কিছু এলাকা।
৪. চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রাম।
৫. লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০ গ্রাম।
৬. মাদারীপুর সদর উপজেলার ১০টি গ্রাম। ৭. শরীয়তপুরের ৬ উপজেলার ৩০টি গ্রাম।
৮. সাতক্ষীরার বাউখোলা, সাতানি, ভাদড়া, নলতা, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছাসহ ৮ গ্রাম।
সান নিউজ/সালি