নিজস্ব প্রতিবেদক:
রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের বিশেষ ঋণ সুবিধার অর্থ তাদের ব্যাংক বা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে প্রদানের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এ স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতাদি ক্যাশ আউটের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় মাসুল বা চার্জ আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র কস্ট রিকভারি বা কোন ক্ষেত্রে সাবসিডি প্রদানের পলিসি গ্রহণের জন্য এমএফএস অপারেটরদের (নগদ-সহ) অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে আরো বলা হয়েছে, 'এ স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতাদি ক্যাশ-আউটের ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের স্বার্থ বিবেচনায় মাসুল আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র কস্ট রিকভারি বা কোন ক্ষেত্রে সাবসিডি প্রদানের পলিসি গ্রহণের জন্য এমএফএস অপারেটরদের (নগদ-সহ) অনুরোধ করা যাচ্ছে।
সেক্ষেত্রে এই স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতাদি ক্যাশ আউটের জন্য ০.৮ শতাংশ চার্জ আদায়ের জন্য এমএফএস অপারেটরদের নির্দেশনা প্রদান করা যাচ্ছে।
যার ০.৪ শতাংশ ঋণ প্রদানকারী ব্যাংক তাদের কমিশন হতে এমএফএস অপারেটরদের প্রদান করবে এবং অবশিষ্ট ০.৪ শতাংশ গ্রাহকের কাছ থেকে আদায়যোগ্য হবে।'
সান নিউজ/সালি