জাতীয়

তিন দিনে ৩৩ লাখ মানুষ ঢাকা ফিরেছে 

নিজস্ব প্রতিনিধি: এখনও আগের মতোই আছে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের ঢল। গত পাঁচ দিনে রাজধানীতে প্রবেশ করা মোবাইল গ্রাহকের সংখ্যাই প্রায় ৪৫ লাখ। এর মধ্যে গত তিন দিনে ৩৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।

গত বুধবার (১৯ মে) পর্যন্ত ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্য ভাণ্ডার ও কল প্রবণতা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২০ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল সিম ব্যবহারকারীর এ তথ্য নিশ্চিত করেন।

এতে দেখা যায়, মোবাইল সিম ব্যবহারকারীদের মধ্যে ১৫ মে ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন, ১৬ মে ৬ লাখ ৬৪ হাজার ৩১৩, ১৭ মে ১২ লাখ ৫ হাজার ৮৭৮, ১৮ মে ১১ লাখ ২৭ হাজার ৬৪৪ ও ১৯ মে ১০ লাখ ৬৫ হাজার ২৮৫ জন ঢাকায় প্রবেশ করেছেন।

এর মধ্যে গ্রামীণফোনের মোট সিম ব্যবহারকারী ২০ লাখ ৯৫ হাজার, রবির ৮ লাখ ৯১ হাজার ২৮৫ জন, বাংলালিংকের ১২ লাখ ৬৭ হাজার ৩৮৪, টেলিটকের ২ লাখ ২২ হাজার ১৩৫ জন রয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, প্রতিদিন বাইরে থেকে ঢাকা আসা সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। গত ৪ থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে।

এর আগে এক সাক্ষাৎকারে মোস্তাফা জব্বার বলেছিলেন, এখানে তিনটি বিষয় জানা জরুরি। প্রথমত, আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে কেউ সিম কার্ড কিনতে পারেন না। এই হিসাবটা শুধুমাত্র সিম ব্যবহারকারীদের নিয়ে করা হয়েছে।

দ্বিতীয়ত, একজন ১৫টি পর্যন্ত সিম কিনতে পারেন। তৃতীয়ত, অনেকেই একাধিক সিম মোবাইলে ব্যবহার করেন। সুতরাং এক্ষেত্রে ব্যক্তি হিসাব করলে চলবে না। ১৮ বছরের নিচে অনেকেই ঢাকার বাইরে গেছে। যাদের নামে কোনো সিম নেই। তাদের হিসাবটাও কিন্তু আসেনি। এসব হিসাব মিলিয়েই মোট পরিসংখ্যান বের করতে হবে।

তিনি বলেন, আমি এই হিসাবটি সংগ্রহ করেছি। আসলে কী পরিমাণ মানুষ ঢাকার বাইরে গেছেন এবং কী পরিমাণ মানুষ ফিরতে শুরু করেছেন তা জানা দরকার। বিধিনিষেধ শেষে হয়তো একটা পরিসংখ্যান তুলে ধরা হবে।

এদিকে বৃহস্পতিবার (২০ মে) রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন জায়গায় দলে দলে মানুষের প্রবেশ করতে দেখা যায়। ঈদের দুদিন পর থেকে শুরু হওয়া ঢাকা ফেরা মানুষের এ ঢল এখনও অব্যাহত আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

কুকুর-বিড়াল হত্যায় ক্ষুব্ধ জয়া-সালমান

বিনোদন ডেস্ক: রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলা...

ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা