জাতীয়

পেটের ভেতর সাড়ে ৫ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: পাকস্থলীতে করে সাড়ে পাঁচ হাজার ইয়াবা বহনের সময় ঢাকায় র‌্যাব-২ এর হাতে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হলেও র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বৃহস্পতিবার।

দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুইজন হলেন মো. মামুন মল্লিক এবং দীপ্ত হালদার ওরফে দীপ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর এলাকায় মাদকের একটি বড় চালান আনার খবর পেয়ে র‌্যাব-২ এর একটি দল কলেজগেটের মুক্তিযোদ্ধা টাওয়ার এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাবের ওই দলটি।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদের প্রথমদিকে তারা মাদকদ্রব্য বহনের বিষয়টি অস্বীকার করলেও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের আরও জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা বাহ্যিকভাবে মাদক বহন না করে বিশেষ কায়দায় ছোট পলিথিনের পুটুলি তৈরি করে তা গিলে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সন্দেহজনক হওয়ায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করে তাদের পেটের ভেতরে বাহ্যিক বস্তুর অস্তিত্ব পায়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় মামুন মল্লিকের পায়ুপথ দিয়ে ৭৫টি ক্যাপসুল সাদৃশ্য পুটুলি এবং দীপ্ত হালদার ওরফে দীপের পেট থেকে ৩৫টি পুটুলি বের করা হয়। এসব পুটুলি থেকে মোট ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তারা পারস্পারিক যোগশাজসে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী জেলাসমূহ থেকে মাদক পরিবহন করে নিয়ে আসছে এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। মাদক পরিবহনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা নিত্যনতুন পদ্ধতি অবলম্বন করতো। সম্প্রতিকালে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশি বেড়ে যাওয়ায় তাদের দৃষ্টি এড়াতে পাকস্থলীতে করে লুকিয়ে ইয়াবা পরিবহন করছিল। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

ফেনীর দাগনভূঞায় চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফেনীর দাগনভূঞা উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ...

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে...

সরকার কোন মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি-মহাপরিচালক

সরকার দেশের কোন মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা ব...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সেলিম এর নগদ অর্থ, খাবার প্রদান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালার হাট ইউনিয়নের ক...

ফেনীর দাগনভূঞায় চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফেনীর দাগনভূঞা উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা