নিজস্ব প্রতিবেদক:
ভারতের চেন্নাই থেকে চার শিশুসহ ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সে করে তৃতীয় দফায় ফিরিয়ে আনা হলো ভারতের চেন্নাইতে আটকে পড়াদের।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, বুধবার (২২ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউএস বাংলার ফ্লাইটটি। এর আগে চেন্নাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ২০ ও ২১ এপ্রিল দুটি ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা।
এখনও যারা সেখানে আটকে আছে তাদের আনতে আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দু’টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে চেন্নাইয়ে আটকে পড়েন আনেক বাংলাদেশি। এমন অবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়।