নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের মহামারি ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িছে সরকার। এ নিয়ে ৫ দফা ছুটি বাড়ানো হলো। দেয়া হয়েছে কিছু নির্দেশনা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, জরুরি সেবা ও সকল প্রকার পণ্য পরিবহনে নিয়োজিত অফিস, কর্মীগণ ও যানবাহন এই সাধারণ ছুটির বাইরে থাকবেন।
এছাড়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে বলেও জানানো হয়।
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটি আরও ৭ দিন সাধারণ ছুটি বৃদ্ধির প্রস্তাব করে সরকার প্রধানের কাছে পাঠিয়েছিল।
প্রসঙ্গত, গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। সাধারণ ছুটিতে গণপরিবহন ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে।