নিজস্ব প্রতিনিধি: ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। লকডাউনের মধ্যেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। তবে এবারের ঈদযাত্রা ছিল অন্য রকম।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় নানা ঝক্কি-ঝামেলা সঙ্গী করেই ঢাকা ছেড়েছে মানুষ। তবে, এর মধ্যেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু দূরপাল্লার বাস যাত্রী নিয়ে রাজধানী ছেড়ে গেছে।
শুক্রবার (১৪ মে) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় দেখা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে কিছু বাস। পুলিশের তৎপরতা না থাকায় এ সুযোগকে কাজে লাগিয়ে এসব গণপরিবহন ঢাকা ছাড়ছে।
দেখা যায়, সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশে যাচ্ছে তিশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস। যেতে যেতে যাত্রী তোলার জন্য হাক-ডাক দিচ্ছেন গাড়ির স্টাফরা। তারা বলছে, ‘এই কুমিল্লা, কুমিল্লা। ছাইড়া গেল। ভাড়া ৪০০।’
ঈদের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে। ঘরমুখী মানুষ অতিরিক্ত ভাড়া দিয়েই বাসে করে ঢাকা ছাড়ছেন।
মোসলেম উদ্দিন নামের এক যাত্রী বলেন, ‘কুমিল্লা যাবো। চাঁদ রাত পর্যন্ত দোকান খোলা ছিল। বেচাবিক্রিও ভালো ছিল। তাই যেতে পারিনি। এখন বের হলাম বাড়ির উদ্দেশে। গাড়ির অপেক্ষায় আছি। দেখলাম, কিছু কিছু বাস ছেড়ে যাচ্ছে।
কিন্তু ভাড়া নিচ্ছে কয়েক গুণ বেশি। আগে যেখানে ভাড়া নিতো ১৩০-১৫০ টাকা। এখন নিচ্ছে ৪০০ করে। কম ভাড়ায় অন্য কোনো যানবাহন না পেলে অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হবে।’
কাজলার চা দোকানি জহিরুল ইসলাম জানেন, ‘পুলিশি টহল না থাকলে মাঝে মধ্যে কিছু বাস ছেড়ে যায়। বিশেষ করে, ভোর রাত থেকে সকাল পর্যন্ত। আজ দেখলাম ঈদের নামাজের পর থেকেই দূরপাল্লার কিছু কিছু বাস যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে।’
সাননিউজ/এএসএম