নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর আরেক খুনি রিসালদার মোসলেউদ্দিনকে ভারতে আটক করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
এনডিটিভির ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতে আটক হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় দু'দেশের কোনো একটি সীমান্ত দিয়ে মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এর আগে এক প্রতিবেদনে জানায়, পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে একটি হারবাল ওষুধের দোকান চালাতেন বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন। সেখানেই ভারতীয় একটি বিশেষ সংস্থার অভিযানে আটক হন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের শীর্ষ সংস্থার অভিযানে বঙ্গবন্ধুর খুনি মোসলে উদ্দিন আটক করা হয়। অবশ্য এ অভিযানের ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে কলকাতা পুলিশ। ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকেও এই অভিযানের বিষয়ে এবং মোসলেউদ্দিনকে আটকের বিষয়ে কিছু বলা হয়নি।