জাতীয়

গরীবের জন্য বরাদ্দ  ৮৭ লাখ ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থদের জন্য ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ঈদকে আনন্দময় করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের কাউন্সিলররা এক লাখ টাকা করে মোট ৭৫ লাখ টাকা পাচ্ছে। আর নারী কাউন্সিলররা ৫০ হাজার করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ। এই অর্থ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে গত ৫ মে অনুমোদন দেওয়া হয়েছে।

একটি পরিবারকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হবে। আর্থিক অনুদানের জন্য বিবেচ্য ব্যক্তি-পরিবার প্রধানের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে। চেক বিতরণের মাস্টাররোল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তার দফতরে পাঠাতে হবে। সেই সঙ্গে উপকারভোগীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার হতে হবে।

অন্যদিকে চলমান বিধিনিষেধে করোনার সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশন দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ নেয়নি। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটা দুটি। গত বছর দুই সিটি করপোরেশের দুস্থ-অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রীসহ এগিয়ে এসেছিল। কিন্তু এবার তেমনটা চোখে পড়ছে না।

যদিও সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, করোনাকালে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরের প্রত্যেককে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে খাদ্যশস্যও বিতরণ করা হচ্ছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডপ্রতি ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণের জন্য কাউন্সিলরদের প্রত্যেককে ১ লাখ ৭৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এছাড়া ডিএনসিসি এলাকার ১ হাজার ৯০৭টি মসজিদের প্রত্যেক ইমামকে ২ হাজার টাকা ও প্রত্যেক মুয়াজ্জিনকে ১ হাজার টাকা করে মোট ৫৭ লাখ ২১ হাজার টাকা দেওয়া হয়েছে। ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য সহায়তা বাবদ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ৭ লাখ টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য ক্রয়পূর্বক বিতরণের জন্য একই মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

উল্লেখ্য, গতবছর সরকারের পক্ষ থেকে বরাদ্দ পৌঁছার আগেই নিজেদের অর্থায়নে খাদ্য বিতরণ শুরু করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর অংশ হিসেবে সেসময় ৬৬ দিনের সাধারণ ছুটিতে কয়েক লাখ নগরবাসীকে খাবার সরবরাহ করা হয়।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা