নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের আগেই চীনে উৎপাদিত করোনার টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (০৪ মে) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে।
ড. মোমেন জানান, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী। চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এই ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে।
এছাড়া টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে সোমবার (০৩ মে) স্বাস্থমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছিলেন ১০ মে’র মধ্যে চীন থেকে টিকা বাংলাদেশে পৌঁছাবে।
সান নিউজ/বিএস