নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (০৪ মে) এই আদেশ দেন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। সংশ্লিষ্ট দুটি রিটের শুনানি নিয়ে আদালত এই নির্দেশ দেয়।
বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় গত ১৭ এপ্রিল সকালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এই পাঁচজন নিহত হন। আহত হন অনেক শ্রমিক। এ ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা হয়।
এ ঘটনায় প্রথমে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি রিট করে। সেই সঙ্গে পাঁচটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে পুলিশের গুলিতে ছয় শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণের নির্দেশনাসহ বিভিন্ন দাবিতে আরেকটি রিট করা হয়।
হাইকোর্টের সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চ গত রোববার (২ মে) এই রিট দুটি শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ উচ্চ আদালতের এই আদেশ আসে।
সান নিউজ/আরএস