নিজস্ব প্রতিবেদক: ভোজ্য তেলের দাম প্রতি লিটারে তিন টাকা কমিয়েছে ভোজ্য তেল অ্যাসোসিয়েশন। ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৩ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রোজা এবং করোনার এই সংকটে ভোক্তাসাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে অনুরোধে ঈদ পর্যন্ত ভোজ্য তেলের দাম লিটারে তিন টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন গণমাধ্যমকে জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে অ্যাসোসিয়েশন লিটারে ৫ টাকা বাড়ানোর আবেদন করেছিল। সার্বিক দিক বিবেচনায় আমরা লিটারে ২ টাকা পর্যন্ত বৃদ্ধির অনুমতি দিয়েছি।
সান নিউজ/এমআর/আরএস