নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সময়ে সহায়তা দেয়ার জন্য গত বছর যে তালিকা করা হয়েছিলো এ বছর এসে সেই তালিকা থেকে ৫ লাখ ৫৯ হাজার মানুষকে বাদ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে এই তালিকায় রয়েছেন ২৮ লাখ ৮ হাজার ৮০১ জন। যা আগে নির্বাচিত ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৩ জন থেকে ১৯ শতাংশ কম। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দুই কারণে এ বছরের তালিকা থেকে এসব মানুষকে বাদ দেয়া হয়েছে। কারণ দুটি হলো-গত বছরের প্রাপ্ত অর্থ না তোলা এবং সরকারের অন্য সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভূক্ত থাকা।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গত বছরের প্রাপ্ত অর্থ না তোলায় অর্ধেক লোক তালিকা থেকে বাদ পড়েছে। বাকি অর্ধেক সরকারের অন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকায় বাদ পড়েছেন।
সাননিউজ/আরএম/আরএস