নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ চলছে দেশে। এ ভাইরাসে চিকিৎসক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো সম্মুখযোদ্ধা হিসেবে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন গণমাধ্যমকর্মীরা।
করোনার এই ঢেউয়ের মধ্যে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে অলাভজনক সামাজিক সংগঠন ‘পাথওয়ে’। গণমাধ্যমকর্মীদের জন্য চালু করেছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা।
করোনায় আক্রান্ত হয়ে গণমাধ্যমকর্মীরা সহযোগিতা চাইলেই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে ‘পাথওয়ে’।
করোনার প্রাদুর্ভাবের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই ঝুঁকি নিয়ে গণমাধ্যমে নিত্যদিনের খবর প্রচারে কাজ করছেন সংবাদকর্মীরা।
ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হাজারো গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন অনেকে।
সংগঠনটি জানায়, গত বছরের ১৪ মে গণমাধ্যমকর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করে প্রতিষ্ঠানটি। গণমাধ্যমকর্মী ও তাদের পরিবার করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যাওয়া, আসার বন্দোবস্ত করেছে প্রতিষ্ঠানটি। এবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেবাটি ফের চালু করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ‘পাথওয়ে' এর নির্বাহী পরিচালক মো. শাহীন বলেন, জনগণের কাছে প্রতিদিনের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সংবাদকর্মীদের বাইরে অবস্থান করতে হয়। প্রতি মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করায় তাদের অনেকে আক্রান্ত হচ্ছেন। এই দুর্যোগ সময়ে সামাজিক সংগঠন ‘পাথওয়ে” গণমাধ্যমকর্মীদের হাসপাতালে নেওয়া আনার জন্য ২৪ ঘণ্টা ৬টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেবা প্রদান করছে।
https://docs.google.com/.../1FAIpQLSfretUrPWnyOd.../viewform এই লিংকে ঢুকে তা পূরণ করে সাবমিট করলেই ঠিকানা মতো পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স।
জানা গেছে, সংগঠনটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে এরইমধ্যে সবার কাছে বেশ সুনাম কুড়িয়েছে। এছাড়াও মানবিকতার তাগিদে পবিত্র মাহে রমজানে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সামাজিক সংগঠন ‘পাথওয়ে’।
এছাড়া ‘পাথওয়ে’ সম্পূর্ণ বিনামূল্যে ‘হ্যালো ডক্টর’ নামে টেলিমেডিসিন সেবা দিচ্ছে এবং লকডাউনে কর্মহীন মানুষের পাশপাশি, পথচারী ও তৃতীয় লীঙ্গের মানুষদের প্রতিদিন বিনামূল্যে ত্রাণ সহায়তা দিচ্ছে।
সাননিউজ/এএসএম