নিজস্ব প্রতিবেদক : কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচণা মামলার আসামি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পরিবারসহ দুবাই যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, একটি চাটার্ড ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের পরিবারের সদস্যদের দুবাই যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে ভিপিসি-১১ নম্বর ফ্লাইটে সায়েম সোবহানের ভাই সাফওয়ান সোবহানসহ অন্যরা গেলেও সায়েম সোবহান কোন করণে যাননি। ফলে সায়েম সোবহান দেশেই আছেন।
বিমানবন্দর সূত্র থেকে জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে একটি চাটার্ড ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের পরিবারের সদস্যদের দুবাই যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে একটি ফ্লাইটে সায়েম সোবহানের ভাই সাফওয়ান সোবহান, রানিয়া আফরোজ সোবহান, শেহজাদ সোবহান, পিয়াসা সোবহান দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমরা আদালতের নিষেধাজ্ঞার পর ইমিগ্রেশনে চিঠি লিখেছি। মৌখিকভাবে তার বিদেশে যাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। সায়েম সোবহান তার বৈধ পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাননি বলে আমরা জানতে পেরেছি।’
রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
সান নিউজ/বিএস