ইরাকের অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বিগ্ন না হতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের আহ্বান বাগদাদে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু মাকসুদ এম ফরহাদ।
তিনি বলেন, ‘ইরাকের এই অস্থিতিশীল পরিস্থিতিতে আপনারা কোনোভাবে মনোবল হারাবেন না। কোনও প্রকার উদ্বিগ্ন হবেন না। দূতাবাস সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে।’ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক আপনাদের খোঁজ খবর রাখছেন। প্রয়োজন ছাড়া বাসস্থান ও কর্মস্থল ব্যতীত যেখানে সেখানে যাতায়াত করবেন না। সভা ও সমাবেশস্থল ও গোলযোগপূর্ণ এলাকা এড়িয়ে চলবেন,’।
ইরাকে বাংলাদেশ দূতাবাস সপ্তাহে প্রতিদিন বাংলাদেশিদের সেবায় খোলা আছে এবং থাকবে বলেও প্রবাসী বাংলাদেশিদের আশ্বস্ত করেছেন রাষ্ট্রদূত আবু মাকসুদ।