স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের বিস্তার রোধে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য ঢাকায় বসবাসরত সবাইকে পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ইতিমধ্যে যারা যুক্তিসংগত কারণ ছাড়া গাড়ি নিয়ে বাইরে বের হয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগ তাদের বিরুদ্ধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১) ধারানুসারে ব্যবস্থা গ্রহণ করছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানা গেছে, ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১) ধারায় ঢাকায় ৩,৪৪৫টি মামলা দায়ের হয়েছে।
আর জরিমানা আদায় করেছে ৬৩ লক্ষ ৪১ হাজার টাকা।
যদি কেউ আইন অম্যান্য করে তাহলে তাদের ওপর আরও কঠোর হবে পুলিশ।
সান নিউজ/সালি