জাতীয়

শ্রমিকদের কল্যাণে আসছে না ‘কল্যাণ ফান্ডের’ টাকা

রাসেল মাহমুদ: পরিবহন শ্রমিকদের ‘কল্যাণে' বিভিন্ন নামে সারাদেশে সংগঠন রয়েছে। এসব সংগঠনের নামে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা চাঁদা আদায় করা হয়। কিন্তু শ্রমিকদের কল্যাণে সে টাকার কত শতাংশ ব্যয় হয় তা নিয়ে ধোঁয়াশার শেষ নেই। শ্রমিকদের দাবি, তাদের কল্যাণের নামে সংগঠন করলেও এতে ফুলে-ফেঁপে বড়লোক হয় শুধু নেতারাই। কল্যাণ ফান্ডের টাকা তাদের কোনো কল্যাণেই আসছে না। গত কয়েক বছরে এই খাতে প্রায় শত কোটি টাকা জমা হয়েছে।

জানা গেছে, পরিবহন খাতের সাথে সারাদেশে ৭০ লাখের বেশি শ্রমিক জড়িত রয়েছেন। এসব শ্রমিকদের জন্য সারাদেশে রেজিস্টার্ড সংগঠন রয়েছে ১৪০টা। এর বাইরে আরও ৭-৮টা সংগঠন রয়েছে যেগুলো রেজিস্ট্রেশন ছাড়াই চলছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের দেয়া তথ্যমতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অন্তর্ভূক্ত সংগঠন ২৫০টি। এসব সংগঠনের জন্য প্রতিদিন প্রায় ৫ কোটি টাকা চাঁদা তোলা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, করোনা চলাকালীন গত ৯ মাসেই চাঁদা আদায় হয়েছে ১৩৫০ কোটি টাকা। এই টাকা থেকে ৩২০ কোটি টাকা পেয়েছে শ্রমিক ফেডারেশন। আর এক হাজার ৩০ কোটি গেছে অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়নে। শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড থাকলেও তার সুবিধা থেকে বঞ্চিত শ্রমিকরা।

এদিকে, মালিক সমিতি বা পরিবহন মালিকের পক্ষ থেকে শ্রমিকের নিয়োগপত্র না দেয়া, মাসিক বেতন, বেতনের প্রজ্ঞাপন না হওয়ায় সরকারি অনুদান থেকেও বঞ্চিত পরিবহন শ্রমিকরা। তারা বলছেন, সরকার থেকে বিভিন্ন জাতীয় ইস্যুতে কিছু অনুদান আসলেও তা শ্রমিকদের হাত পর্যন্ত পৌঁছায় না।

দেশের পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সারা দেশেই সংগঠনটির কার্যক্রম রয়েছে। সারাদেশ থেকেই সংগঠনটির নামে বড় অংকের চাঁদা আদায় করা হয়। শ্রমিকদের সুরক্ষার জন্য সংগঠনটির শতকোটি টাকার ‘শ্রমিক কল্যাণ ফান্ড’ রয়েছে। তবে চলমান লকডাউনে বেকার হয়ে পড়া শ্রমিকদের কোনো কাজেই আসেনি এই টাকা।

শ্রমিকরা জানান, গত বছরের লকডাউনে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন আমাদের খোঁজ নিলেও এ বছর কেউ খোঁজ নেয়নি। ফলে চলমান লকডাউনে তারা আর্থিক সঙ্কটে পড়েছেন।

বলাকা পরিবহনের চালক মো. ইউনুস আলী সাননিউজকে বলেন, শ্রমিক ইউনিয়নের নামে প্রতিদিনই চাঁদা আদায় হয়। কিন্তু আমাদের কোনো কল্যাণে সে টাকা ব্যয় হয় না। এই যে লকডাউন চলছে, আমরা খেয়ে আছি কি না খেয়ে আছি তার খোঁজ কেউ নিচ্ছে না।

আলম নামের একজন পরিবহন শ্রমিক বলেন, আমাদের নেতাদের বাড়ি-গাড়ি সবই হচ্ছে। আর আমরা লকডাউনে অনাহারে-অর্ধাহারে দিন পার করছি। আমাদের জন্য যে কল্যাণ ফান্ড করা হয়েছে তাহলে তার কাজ কী? প্রতিদিন কেনই বা এতো টাকা চাঁদা তোলা হয়।

এ বিষয়ে কথা বলতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

তবে সংগঠনটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিক কল্যাণ ফান্ডে প্রায় ১০০ কোটি টাকা জমা থাকলেও বিভিন্ন কারণে এর সুফল পাচ্ছেন না শ্রমিকরা। এর বড় কারণ হিসেবে তিনি বলেন, নিয়োগপত্র না থাকায় কল্যাণ ফান্ডে অর্থ থাকলেও শ্রমিকদের দেয়া যাচ্ছে না।

সাননিউজ/আরএম/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা