নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের মতিঝিল থানা করা নাশকতা মামলায় রিমান্ড শুনানি আজ সোমবার (২৬ এপ্রিল)। এজন্য সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আদালতপাড়া ঘুরে দেখা গেছে, রায়সাহেব বাজার মোড় থেকে এলাকায় পুলিশ রয়েছে। সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ কোনও প্রয়োজন ছাড়া লোকজনকে কোর্ট এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।
সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামুনুলকে হাজির করা হবে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মতিঝিল থানার মামলা তদন্ত কর্মকর্তা মামুনুলকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানি পরে হবে বরে জানান আদালত।
মোহাম্মদপুর থানায় চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের গত ১৯ এপ্রিল সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সান নিউজ/আরএস