নিজস্ব প্রতিবেদক : অবশেষে বিলুপ্ত ঘোষণা করা হলো হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি। রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এই ঘোষণা দেন।
বাবুনগরী বলেন, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ পূর্ব এশিয়ার বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজত তাদের কার্যক্রম শুরু করবে।
গত মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা করে হেফাজতে ইসলাম। এর জেরে এ পর্যন্ত কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে।
এসব মামলায় প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা গ্রেফতার হচ্ছেন।
সান নিউজ/বিএস