নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বঙ্গবন্ধু গবেষণা সংসদ। শুক্রবার (২৩ এপ্রিল) সংগঠনের সাগর-রুনি মিলানায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন সংসদের আহবায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীল।
ডিআরইউ’র পক্ষে এই সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
কোভিড সুরক্ষা সামগ্রী হাস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা কমিটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিআরইউ নেতৃবৃন্দ চলমান করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করায় বঙ্গবন্ধু গবেষণা সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
বঙ্গবন্ধু গবেষণা সংসদেও নেতৃবৃন্দ কোভিড মোকাবেলায় ডিআরইউ’র কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
সান নিউজ/এইচএস/আরআই