নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চলমান লকডাউনের মধ্যে সারা দেশের নিম্ন আদালতগুলোতে ভার্চুয়াল শুনানি নিয়ে গতকাল বুধবার (২১ এপ্রিল) ১৩৪৯ জনকে জামিন দেয়া হয়েছে। ২৮৩১টি আবেদন নিষ্পত্তি করে এই জামিন আদেশ দেয় আদালত।
লকডাউনের মধ্যে সাত কার্যদিবসে মোট ১৩ হাজার ৬০৭ জন কারামুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
সুপ্রিম কোর্টের এই বিশেষ কর্মকর্তা জানান, গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি আবেদনের শুনানি শুরু হয়েছে। যা অব্যাহত ভাবে চলছে।
সান নিউজ/এমএ/এসএম