নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা সংক্রমণ আশংকাজনকভাবে বাড়ার পরিপ্রেক্ষিতে চলমান লকডাউনের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২০ এপ্রিল) এ রুল জারি করে।
রুলে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচন প্রক্রিয়া চলমান রাখা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এফবিসিসিআইয়ের এক সদস্যের দায়ের করা রিটের শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন আদালত।
সান নিউজ/আরআই