নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত ঠিকাদার কারাবন্দি গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন।
সোমবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার বলেন, বুকের ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে গত ১৪ এপ্রিল জি কে শামীমকে বিএসএমএমইউতে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে সেখানকার করোনা ইউনিটে রাখা হয়েছে।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দেশব্যাপী ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন জিকে শামীম। অভিযানে শামীমের বাড়ি ও অফিস থেকে নগদ প্রায় পৌনে দুই কোটি টাকা এবং ১৬৫ কোটি টাকার এফডিআর বা আমানতপত্র জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা করে। গতবছর জাল কাগজপত্র দেখিয়ে উচ্চ আদালত থেকে দুটি মামলায় জামিন পান জিকে শামীম। পরবর্তী সময়ে সেই জামিন বাতিল করে আদালত।
সান নিউজ/আরআই