জাতীয়

কাউন্সিলর কাশেমের দাবি ও প্রতিবেদকের বক্তব্য

মাহমুদুল আলম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গত নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন মো. আবুল কাশেম মোল্লা (আকাশ)। নির্বাচনকে সামনে রেখে দেয়া হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত তার অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে মাত্র ৭০ হাজার টাকা। যদিও হলফনামায় তার নগদ টাকা উল্লেখ করা হয়েছে ২৮ লাখ টাকারও বেশি।

সাধারণত নগদ টাকার চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মানুষের জমার পরিমাণ বেশি হলেও তার ক্ষেত্রে বিষয়টি হয়েছে উল্টো। তার নগদ টাকার তুলনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ অতিসামান্য হওয়ায় তার নির্বাচনী এলাকায় এই নিয়ে রয়েছে নানা গুঞ্জন।

তাছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত তার স্ত্রীর অর্থের পরিমাণ ৪০ লাখ টাকা। যার তুলনায় এই প্রার্থীর হলফনামায় দেখানো জমার পরিমাণ অতি নগণ্য।

তার হলফনামা থেকে এসব তথ্য নিয়ে গত ১৪ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে সাননিউজ। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘কাউন্সিলর কাশেমের ৭০ হাজার, স্ত্রীর ৪০ লাখ‘।

এর পরিপ্রেক্ষিতে কাউন্সিলর মো: আবুল কাশেম মোল্লা (আকাশ) প্রতিবেদনটি অসত্য বলে দাবি করেন। এই প্রতিবেদককে ফেসবুক ম্যাসেঞ্জারে তিনি লিখেন, ‌ ‘আপনার রিপোর্ট এর দুই একটা ছাড়া বাকি সবগুলোই অসত্য। যা আমার হলফ নামার সাথে কোন প্রকার মিল নেই ।‘

জবাবে প্রতিবেদক তাকে লিখেন, ‘নির্দিষ্ট করে বললে ভালো হতো।‘ ‘অথবা আপনি প্রতিবাদ পাঠাতে পারেন।‘ ‘যেমনঃ কোন খাতে আমাদের প্রতিবেদনে কী লেখা আছে, আর আপনার হলফনামায় কী আছে- তা উল্লেখ করে প্রতিবাদ করতে পারেন।‘

তবে তা সিন করলেও এই বিষয়ে আর কোনও জবাব দেননি তিনি।

এর পরিপ্রেক্ষিতে তার হলফনামার ছবি সাননিউজের পাঠকদের জন্য এই প্রতিবেদনে প্রকাশ করা হলো।

প্রসঙ্গত, হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বি.এ। হলফনামায় স্বাক্ষর করার সময় বা অতীতে কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন কিনা- এই বিষয়ে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নয়’।

এতে তার ব্যবসা / পেশার বিবরণীতে লেখা হয়েছে ‘ফাহাদ এন্টারপ্রাইজ, বাসা নং-১৯, রোড নং-২, সেকশন-৬, ব্লক-বি, মিরপুর, ঢাকা-১২১৬।’ হলফনামায় তার বাৎসরিক আয়ের হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া’এক লাখ ২০ হাজার টাকা এবং ব্যবসা তিন লাখ ২০ হাজার টাকা। আর তার উপর নির্ভরশীলদের আয়ের উৎসে উল্লেখ করা হয়েছে ‘শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত’ চার লাখ ৮০ হাজার টাকা। এছাড়া আয়ের উৎসের সব বিষয়েই লেখা আছে ‘প্রযোজ্য নয়’। বিষয়গুলো হচ্ছে বাড়ি ভাড়া, পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন পরামর্শক ইত্যাদি), চাকুরি ও অন্যান্য।

কাউন্সিলর মো: আবুল কাশেম মোল্লা (আকাশ) এর হলফনামা দেখতে এখানে ক্লিক করুণ

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

গৃহবধূকে ধর্ষণচেষ্টা; ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সুনির্দিষ্ট কোন মামলা ছাড়াই এক গৃহবধূকে (২৫) আটক করে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সরব বাংলাদেশ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্...

৭ এপ্রিল: ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ৭ এপ্রিল ২০২৫। ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা