জাতীয়

ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আকতারের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আকতার হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় আজ শনিবার (১৭ এপ্রিল) এই আদেশ দেয় আদালত।

এদিন দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আর অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার (১৪ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার রাতে শাহবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ মতিঝিল থানায় ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ চিকিৎসা দিতে নিয়ে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানায় একটি মামলা করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) রায়হান কবির। মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সোহরাব, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহসহ মোট ১৯ জনকে আসামি করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩৬৯ বন্দিকে মুক্তি দিচ্ছে : ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ৩৬৯ জন...

রাস্তা ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ 

কিশোরগঞ্জ প্রতিনিধি : অবৈধ মাটিকাটা বন্ধ কর, পরিবেশ ও রাস্তা...

রাজধানীর ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইসলামব...

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে জাতিসং...

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ১২

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরা...

৩য় ধাপের আখেরি মোনাজাত আজ

জেলা প্রতিনিধি: ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হলো ২য...

সিএনজি চালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক: আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি...

কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: আজ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াক...

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘট...

ডিসি সম্মেলন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: আজ ৩ দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা