নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বারের আইনজীবী তুহিন হাওলাদারকে পুলিশের মারধরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বলা হয়, 'গত ১৬ এপ্রিল রাজধানীর টিকাটুলির কেএম দাস লেনে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তুহিন হাওলাদারকে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানসহ কয়েকজন পুলিশ মারধর করে আহত করেছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।'
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে টিকাটুলির কেএম দাস রোডে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিবেদক ও আইনজীবী তুহিন হাওলাদারকে মারধর করেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য।
ঘটনার পর ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানকে প্রত্যাহার করা হয়।