নিজস্ব প্রতিবেদক : বাঙালির সবচেয়ে বড় উৎসবের নাম বাংলা নববর্ষ। করোনায় কারণে বর্ষবরণের অনুষ্ঠান আড়ম্ভর ভাবে না করতে পারলেও ভার্চ্যুয়াল আয়োজনে হচ্ছে বাংলা বর্ষবরণের সূচনা মঙ্গল শোভাযাত্রা।
বিশেষ করে বর্তমান সময়ে এসে ছায়ানট এবং মঙ্গল শোভাযাত্রার আয়োজন স্থান করে নিয়েছে বিশ্ব দরবারে। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্ষবরণের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে ভার্চ্যুয়ালি।
১৯৭১-এর মুক্তিযুদ্ধকালীন আর গত বছরের করোনার কারণে আয়োজন বন্ধ হওয়া ছাড়া সত্য সুন্দরের গান একবারও থামেনি। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দ্বিতীয়বারের মতো থেমে গেল ছায়ানটের বাংলা বর্ষবরণের আয়োজন। গেল বছরের মতো এবারও রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান হচ্ছে না। তবে ছায়ানটের আয়োজন তুলে ধরা হবে বাংলাদেশ টেলিভিশনে। সকাল ৭টা থেকে বিটিভিতে বৈশাখের পুরো অনুষ্ঠান ভার্চুয়ালি তুলে ধরে ছায়ানট। ছায়ানটের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি দেখা যাবে।
এ বিষয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল জানান, আমাদের পরিকল্পনা ছিল রমনার বটমূলেই জনশূন্য অবস্থায় যদি অনুষ্ঠানটা করতে পারতাম, তাহলে আমাদের খুব ভালো থাকত। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে করে মানুষের মনে পহেলা বৈশাখ উদযাপন করার মতো সেই আনন্দটা নাই।
সান নিউজ/বিএস