মিতা হকের মৃত্যুতে খেলাঘরের শোক 
জাতীয়

মিতা হকের মৃত্যুতে খেলাঘরের শোক 

সান নিউজ ডেস্ক : দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর। ছোটবেলা থেকেই খেলাঘর পরিবারের সদস্য এই গুণি শিল্পীর বিদেহি আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে দেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠনটি।

রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিতা হক। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেও হার্ট অ্যাটাক করেন, দীর্ঘদিন ধরে কিডনি রোগেও ভুগছিলেন তিনি।

মিতা হক খেলাঘরের শিশু প্রতিনিধি হয়ে ১৯৭৪ সালে তৎকালীন পূর্ব জার্মানির রাজধানী বার্লিনে আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থার (সিমিয়া) আন্তর্জাতিক শিশু ক্যাম্পে যোগ দেন। অধ্যাপক পান্না কায়সারের নেতৃত্বে পাঁচ সদস্যের শিশু প্রতিনিধি দলে খেলাঘরের তাহমিন সুলতানা স্বাতী ও কচি কাঁচার মেলার প্রতিনিধি বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটনসহ শুক্লা রায় ও ইশরাত নিগাহ বোখারীও ছিলেন। শিল্পী মিতা হককে সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদকে ভূষিত করে খেলাঘর।

শোকবার্তায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, ‘মিতা হক তার গানের মধ্য দিয়ে রবীন্দ্রসংগীত প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর তথা এদেশের শিশু-কিশোর আন্দোলনে তার অবদানও চিরস্মরণীয়। তার হঠাৎ প্রস্থানে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহসা পূরণ হবার নয়।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা