নিজস্ব প্রতিবেদক : টানা দুই দিন স্থবিরতার পর আজ বুধবার চালু হয়েছে গণপরিবহন। ফলে লকডাউনের তৃতীয় দিনেই স্বাভাবিক রূপে ফিরে এসেছে রাজধানী। তবে গণপরিবহন প্রয়োজনের তুলনায় কম হওয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা নির্ভরতা আজও ছিলো চোখে পড়ার মতো।
বুধবার (৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাসে উঠতে না পেরে অনেকেই মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন। সিএনজি চালিত অটোরিকশাও চলছে গতকালের মতো।
যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে অনেক সময় দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে বেশ কয়েকজন যাত্রীকে সিএনজি চালিত অটোরিকশা শেয়ারে নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। মোটরসাইকেল চালক আমজাদ হোসেন জানান, গণপরিবহন কম থাকায় যাত্রীরা আজও মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছেন।
সিএনজি চালক মিলন জানান, বাস না পেয়ে অনেকেই সিএনজির উপর নির্ভর করছে। তবে সবার তো সামর্থ্য নেই নিয়মিত সিএনজিতে চড়ার। তাই আমরা শেয়ারে যাত্রী নিচ্ছি। এতে যাত্রীদের সাশ্রয় হচ্ছে। আমরাও কিছু টাকা বেশি পাচ্ছি।
কাজলা এলাকায় কথা হয় সাহেদ শরিফ নামের এক যাত্রীর সঙ্গে। তিনি মতিঝিল যাবেন বলে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন। বাস না পেয়ে শেষ পর্যন্ত মোটরসাইকেল নিয়ে গন্তব্যে রওনা হন। তিনি বলেন, বাসে চড়তে পরছি না। তাই বাইক নিতে হলো। ভাড়া একটু বেশি। তবে গতকালের চেয়ে কম।
এদিকে, গণপরিবহন চালুর পর অনেকটা চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। কিছু কিছু মোড়ে যানজট দেখা গেছে।
সাননিউজ/আরএম/