নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজীরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছে তার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (০৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের ২৬ মার্চ থেকে শুরু করে শনিবার (৩ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হেফাজত যে তাণ্ডব চালিয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছি। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কাউকে বাদ দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। মামুনুল হক নারায়ণগঞ্জের এক রিসোর্টে একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। নারী নিজেই বলেছেন তিনি তার স্ত্রী নন। আমরা এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো।
সান নিউজ/বিএস